Terms & Condition
" শিখতে চাই ব্লগ থেকে নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ দিন"
"ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি সংক্রান্ত সকল আপডেট পেতে শিখতে চাই ব্লগের সাথে থাকুন"
বাংলার সবচেয়ে বিশ্বস্ত ব্লগিং হলো শিখতে চাই ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে আপনাকে সব সময় নিরভুল তথ্য প্রদান করা হবে। শিখতে চাই ব্লগের মধ্যে আপনাদের কে অজানা বিষয়ে তথ্য সরবরাহ করা হবে। তাই বলছি আপনারা আমার ওয়েবসাইট থেকে যা শিখলেন বা জানলেন তা অন্যকে জানার সুযোগ করে দিবেন প্লিজ। নিচে কিছু বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো অবশ্যই এগুলো মেনে চলবেন।
শিখতে চাই ব্লগের গোপনীয়তা নীতি ঃ
১। https://www.roshni71.com/ শিখতে চাই ব্লগের যতগুলো আর্টিকেল আছে তার একমাত্র মালিক আমি মাহমুদা খানম। আমার ওয়েবসাইটেরে যেকোনো লেখাকে কপি করে অন্য জায়গায় চালিয়ে দেওা সম্পূর্ণ নিষেধ।
২। শিখতে চাই ব্লগের আর্টিকেলের মধ্য থেকে যদি কিছু অংশ কেউ কপি করে পাবলিশ করেন তাহলে অবশ্যই সেক্ষেত্রে শিখতে চাই ব্লগের লিংক যুক্ত করে ক্রেডিট দিতে হবে। এই ওয়েবসাইটের সকল লেখা গুলো বাংলায় লেখা তাই কোনো ভাবে যদি অন্যর আর্টিকেলের সাথে মিলেও যায় দয়া করে এই ওয়েবসাইটের এডমিনের সাথে যোগাযোগ করুন।
৩। এই ওয়েবসাইটে যত আর্টিকেল লেখা আছে সব গুলোই আমার নিজের লেখা আর এই লেখা গুলো আমি অনেক কষ্টে খুজে খুজে রিসার্চ করে বের করেছি এবং তাতে সঠিক তথ্য প্রদান করেছি। তারপরেও যদি কারু আর্টিকেলের সাথে মিলে যায় তাহলে অবশ্যই শিখতে চাই ব্লগের এডমিন কে জানাবেন।
শিখতে চাই ব্লগের কমেন্ট পলিসি ঃ
১। এই ওয়েবসাইটের মধ্যে সাইবার ক্রাইম ডার্ক সাইড, হ্যাঁকিং, সেক্স এবং ফিশিং ইত্যাদি এসকল বিষয়ে কোন আর্টিকেল পাবলিশ করা হয় না। কারন এসকল বিষ্যে লেখালেখি করার ইচ্ছে বা আগ্রহ নাই।
২। নিজের কোন লেখা নয় অন্যর আর্টিকেল থেকে লেখা কপি করে নিজের ওয়েবসাইটে পাবলিশ করা থেকে অবশ্যই বিরত থাকুন সর্বদা।
৩। কমেন্ট সকল প্রকার অশালীন বিজ্ঞাপন ও বাজে শব্দ থেকে দূরে থাকুন।
৪। বিভিন্ন রকমের সফটওয়্যারের সিরিয়াল, কিজেন, ক্রাক ইত্যাদি সম্পর্কে কোন কন্টেন্ট লেখা যাবে না।
৫। আবার বাবসা - বাণিজ্যর জন্য যা জনগনের স্বার্থে নয় এমন কন্টেন্ট লেখা যাবে না। কোন প্রতিষ্ঠান বা যে কোন পণ্যর উদ্দেশে সঠিক তথ্য দিয়ে আর্টিকেল লিখতে হবে।
৬। আমার ওয়েবসাইটের লেখা আর্টিকেলের মধ্যে যে কোন সাইড ভালো না লাগ্লে অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।
৭। অনৈতিক, অশ্লিল, কন্টেন্টের লেখা কপি করার আইন ভঙ্গ করা এবং আজেবাজে ইমেজ দেওয়া যাবে না। তাছাড়া ধর্মের নামে দোহায় দিয়ে যেকোন কিছু কে সত্যি বলে চালিয়ে দেওয়া যাবে না।
এধরনের কোন আর্টিকেল লেখা যাবে না।
লাইসেন্স ঃ
শিখতে চাই ব্লগে সব সময় যৌক্তিক বিষয় গুল তুলে ধরে হয়। এখানে মাথা খাটিয়ে এই শর্ত গুলো সেট করা বিধি নিষেধ মেনে চলে নিজের ব্যাবহারের জন্য শিখতে চাই ব্লগ থেকে এটা যাকে খুশি একসেপ্ট করতে পারবেন।
বিশেষ দ্রষ্টব্য ঃ
যে কোন বিষয়ের উপর সিদ্ধান্ত নিতে পারবে একমাত্র শিখতে চাই ব্লগের এডমিন মাহমুদা খানম।
অবশ্যই মাথায় রাখবেন কোন ভাবেই কপি পেস্ট করবেন না কন্টেন্ট থেকে। সময়ের সাথে সাথে এবং প্রয়োজনে যেকোন নীতিমালা চেঞ্জ হতে পারে তার জন্য শিখতে চাই ব্লগের যোগাযোগ পেজ থেকে নক করে জেনে নিবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url