বাংলা আর্টিকেল লেখার নিয়ম
বাংলা আর্টিকেল লেখার নিয়ম জানতে আজকের আর্টিকেল টি পড়ার অনুরোধ রইলো । কেননা
একজন ভালো আর্টিকেল রাইটার হতে হলে আপনার যে বিষয় সম্পর্কে ধারনা থাকতে
হবে সে গুলো নিয়ে এই আর্টিকেলের মধ্যে বিস্তারিত লেখা থাকবে ।
প্রথমেই বলে নিচ্ছি বাংলা আর্টিকেল লেখা খুব সহজ আবার খুব কঠিন ও নয় । বাংলা আর্টিকেল লেখার জন্য আপনাকে প্রচুর রিসার্চ করতে হবে। আর্টিকেল লেখা এক ধরনের আর্ট এর মত যা সবাই পারে না ।
বাংলা আর্টিকেল লেখার নিয়ম ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যেন ভিজিটর আকৃষ্ট হয় । আর ভালো আর্টিকেল লেখার জন্য আপনাকে প্রচুর পড়াশুনা করতে হবে তা বই পড়ে হোক বা অনলাইন থেকে হোক ।
আরো পড়ুন ঃ মেয়েদের চুল পড়া বন্ধ করার তেলের নাম
সূচিপত্র ঃ বাংলা আর্টিকেল লেখার নিয়ম
বাংলা আর্টিকেল লেখার ১০ টি টিপস ঃ
- আর্টিকেল রাইটার হতে হলে আপনাকে রিসার্চ করার মানসিকতা থাকতে হবে । রিসার্চ করতে না পারলে আপনি কখনই একজন ভালো ইনফরমেটিভ আর্টিকেল লিখতে পারবেন না । রিসার্চ করা বলতে বুঝাচ্ছি আপনি যে বিষয়ে আর্টিকেল লিখতে চাচ্ছেন সে বিষয় সম্পর্কে আগে বিস্তারিত জানুন । তারপর সেই বিষয় নিয়ে একটা পূর্ণাঙ্গ আর্টিকেল লিখে ফেলুন এতে ভিজিটর রা আপনার আর্টিকেল থেকে ভ্যালু পাবে।
- অনেক বেশি বেশি পড়ুন । যত পরবেন তত ভালো লেখার দক্ষতা বারবে । শুধু বই পড়ার কথা বলছি না, ইন্টারনেটে প্রতিটা টপিকের উপর হাজার হাজার আর্টিকেল ও ব্লগপোস্ট রয়েছে । এতে আপনার ভোকাবুলারি বারবে না আপনি ইন্টারেস্টিং ওয়েতে আর্টিকেল লিখতে পারবেন ।
- ইংরেজির উপর ভালো দক্ষতা থাকা একজন রাইটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ । আপনি যত সুন্দর করে যাই লেখেন না কেন যদি ইংরেজি ভালো না জানেন তাহলে আর্টিকেলের মধ্যে একটা অপূর্ণতা থেকে যাবে । ইংরেজি ভালো ভাবে শেখার জন্য আমাকে যে জিনিস টা সাহায্য করে তা হোলো ইংরেজি মুভি বা সিরিজ । আপনি ভালো রাইটার হিসেবে জীবন গড়তে চাইলে আমি সাজেস্ট করবো ইংলিশ মুভি বা সিরিজ দেখা শুরু করা ।
- একটি গবেষনা থেকে দেখা গিয়েছে অধিকাংশ প্রফেশনাল আর্টিকেল রাইটার সকালে ঘুম থেকে উঠে লেখালেখির কাজ শুরু করেন কারন এই সময়ে মাথা একদম ফ্রেশ থাকে । তাই এই সময় ঠাণ্ডা মাথায় সুন্দর করে গুছিয়ে আর্টিকেল লিখা যায় । আপনিও ট্রাই করে দেখতে পারেন ।
- আর্টিকেল যত টা সম্ভব সিম্পুল ভাবে লেখার চেষ্টা করুন । কঠিন কঠিন কোন শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকুন । আমরা দৈনন্দিন জীবনে যে শব্দ গুলো ব্যবহার করে থাকি সে গুলো দিয়েই আর্টিকেল লিখার চেষ্টা করুন । কোন বাক্য খুব বেশি বড় করার দরকার নাই সহজ ও ছোট করে লিখবেন ।
- অনেক সময় দেখা গিয়েছে খুব হৈচৈ পূর্ণ জায়গায় আর্টিকেল লেখা যায় না । আপনার মন সারাক্ষন এদিক ওদিক ছুটাছুটি করবে । আপনি মনোযোগ দিয়ে আর্টিকেল লিখতে পারবেন না তাই নিরিবিলি পরিবেশে লেখার চেষ্টা করুন ।
- যদি একবার বসায় আপনার আর্টিকেল লেখা শেষ না হয় তাহলে চিন্তার কিছু নাই । আপনি কিছুক্ষন উঠে ঘুরাফেরা করে আবার এসে বসবেন এবং মন দিয়ে লিখতে থাকবেন ।
- আর্টিকেল টি অবশ্যই ১০০% ইঊনিক হতে হবে । কোন ভাবেই কপি পেস্ট করা যাবে না । কেননা কপি পেস্ট করার কারনে আপনার আর্টিকেল রাংক করা তো দুরের কথা উল্টা আপনার পেজে ক্ষতি হবে । তাই আর্টিকেল পাবলিশ করার আগে চেক করে দেখে নিবেন যে আপনার আর্টিকেল ইঊনিক কিনা ।
- বাংলা আর্টিকেল লেখার নিয়ম আপনি যদি আপনার আর্টিকেলের কোয়ালিটি সম্পর্কে সে রকম কনফিডেন্স না থাকেন তাহলে আপনার আর্টিকেল টি বন্ধুদের কে দেখাতে পারেন এতে আপনার বন্ধুরা দেখার পর আপনাকে ভালো বা মন্দ বলবে । আর একারনে আপনি বুঝতে পারবেন যে আপনার আর্টিকেল লেখা কেমন হয়েছে ।
- আর্টিকেল লেখা শেষ হলে ভালো ভাবে রিভাইজ দিন । আর্টিকেলে কোন গ্রামাটিক্যাল ভুল হয়েছে কিনা সেটা দেখে নিবেন ।
তো এই হোলো আমার বাংলা আর্টিকেল রাইটিং এর ১০ টি নিয়ম
। এই টিপস গুলো আমাকে বাংলা আর্টিকেল লেখার জার্নিকে অনেক সহজ করে দিয়েছে ।
আশা করি আপনাদেরও কাজে লাগবে।
আরো পড়ুন ঃ কোন কোন ডালে এলার্জি আছে
রিসার্চ বা অনুসন্ধান করা
যে বিষয়ে আপনার কোন ধারণা নেই সে বিষয় নিয়ে লেখা ঠিক হবে না বিষয়বস্তুর উপর ভালো দক্ষতা অর্জন ও পর্যাপ্ত তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য আপনাকে প্রচুর রিচার্জ করা দেখবেন ওই নির্দিষ্ট বিষয়ের উপর google এ প্রচুর লেখা আছে সেখান থেকে আপনি আইডিয়া নিয়ে নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে লিখতে পারেন কখনোই কোন ওয়েবসাইটের লেখা কপি করা ঠিক নয় তাই অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে অন্য কোন ওয়েবসাইট থেকে কোন কনটেন্ট এর লেখা কপি পেস্ট করবেন না এবং বেশি বেশি করে ইউ আর রিসার্চ করুন এবং পত্রপত্রিকা দেখুন কিভাবে অনুসন্ধান করতে হয়।
সঠিক বানান ও ব্যাকরণ
সব সময় আপনার আর্টিকেলের মধ্যে লেখার বানানগুলো সঠিক হচ্ছে কিনা সেগুলো দেখে নিবেন। কেননা যখন কোন পাঠক আপনার ওয়েবসাইটে ঢুকবে আপনার লেখা যদি সঠিক না থাকে তাহলে তার বুঝতে সমস্যা হতে পারে তাই অবশ্যই কনটেন্ট লেখার পর পুরো কনটেন্টা আপনি নিজে একবার পড়ে দেখুন।
বাংলা আর্টিকেল লিখে ইনকাম
বাংলা আর্টিকেল লিখে নিয়ম আপনি চাইলে মাসে ১৫০০০ টাকা ইনকাম করতে পারবেন। সেটা করার
জন্য আপনি আর্টিকেল রাইটিং শিখে এখনই আসুন ইনকাম করতে। দিন দিন আর্টিকেল লিখে
ইনকাম করার জনপ্রিয়তা দিন দিন বারছে। দেশে বিদেশে বিভিন্ন জায়গার মানুষ আর্টিকেল
রাইটিং কে পেশা হিসেবে গ্রহন করছে ।
আর্টিকেল রাইটারের যোগ্যতা
আর্টিকেল রাইটার হওয়া খুব একটি কঠিন কাজ নয় আপনার সঠিক ধারণা বা গভীর জ্ঞান থাকলেই আপনি আর্টিকেল রাইটার হতে পারবেন তবে আর্টিকেল লেখার ক্ষেত্রে আপনাকে বেশি খেয়াল করতে হবে রিডার ভিজিটর যেন আকৃষ্ট হয় আর্টিকেল রাইটার বা যেকোন বিষয়ে রি রাইটার হতে গেলেই আপনাকে প্রতিদিন প্রচুর পড়াশোনা করতে হবে তা আপনি বই পড়ুন বা অনলাইনে পত্রিকা বা ব্লক করুন
শেষাংশ ঃ বাংলা আর্টিকেল লেখার নিয়ম
বাংলা আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে উপরে ১০ টি টিপস দিয়ে বিস্তারিত আলোচনা করা
হয়েছে। সঠিক ভাবে আর্টিকেল রাইটিং এর দক্ষতা অর্জন করুন তাহলে অনেক সহজে ইনকাম
করতে পারবেন। আর্টিকেল রাইটিং এর পাশাপাশি আপনি অন্যান্য বিষয়ে অভিজ্ঞতা
অর্জন করবেন যে কি কি ভাবে ইনকাম করা যায়। আজকের আর্টিকেল টি যদি ভাল লাগে তাহলে
অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন আর আপডেট জানতে শিখতে চাই ব্লগ ওয়েবসাইট এর সাথে
থাকুন। আমার লেখার মধ্যে কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url